কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ। অভিযুক্ত CISF মহিলা কনস্টেবল কুলবিন্দর কৌর। এই ঘটনা নিয়ে দুভাগে ভাগ হয়ে গিয়েছেন নেটিজেনরা। এবার প্রতিক্রিয়া সঙ্গীত শিল্পী বিশাল দাদলানি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই ঘটনা নিয়ে পোস্ট করেন তিনি। যদি চাকরি হারান, পাশে আছেন তিনি। জানালেন বিশাল দাদলানি।
ইনস্টাগ্রামে ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেন বিশাল দাদলানি। তিনি লেখেন, "আমি কখনওই হিংসা সমর্থন করি না। CISF কর্মীর রাগের কারণ বুঝতে পারি। সিআইএসএফ যদি তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়, তবে ওর চাকরি আমি নিশ্চিত করব। যদি তাঁর কোনও আপত্তি না থাকে।"
কুলবিন্দর কৌরের সাসপেনশনের খবর প্রকাশ্যে আসার পরই ইনস্টাগ্রামে সমর্থন করেন বিশাল দাদলানি। তিনি লেখেন, "আবারও বলছি, যদি ওকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তা হলে কেউ আমার সঙ্গে যোগাযোগ করুক। ওর চাকরির নিশ্চয়তা দেব আমি। "