শুরু থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছে বন্দে ভারত (Vande Bharat)। সেমি হাইস্পিড এই লাক্সারি ট্রেনের পরিষেবা নিয়েও এর আগে বারংবার উঠেছে প্রশ্ন। এসি, ফ্যান বন্ধ হয়ে যাওয়া, যাত্রা পথে বিকল হয়ে যাওয়া, জলের সমস্যা এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি একটি ভিডিয়ো দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে বন্দে ভারতের ছাদ থেকে ঝরঝর করে পড়ছে বৃষ্টির জল। এবং কিছু প্লাস্টিকের ট্রে দিয়ে তা ধরার চেষ্টা করা হচ্ছে। এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
শুরুটা দারুণ হলেও, যাত্রা শুরু হতেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না বন্দে ভারতের (Vande Bharat), হাইস্পিড এই প্রিমিয়াম ট্রেনের টিকিটের দামও তুলনামূলক অনেক বেশি। স্বভাবতই এই ভোগান্তিতে বেজায় বিরক্ত যাত্রীরা