রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা(Corona) আক্রান্তের সংখ্যা । গত চার-পাঁচ দিনে একধাক্কায় অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা । এই মুহূর্তে দেশের রাজ্যগুলির মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal) । সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে একদিনে মোট ৬,১৫৩ জন আক্রান্ত হয়েছেন ।
এদিকে, গত সাতদিনে দেশের কোভিড চিত্রেও বেশ বদল এসেছে । যা, খুবই উদ্বেগজনক । ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৫৮ জন । এর মাত্র সাত দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ৩৩,৭৫০-এ পৌঁছেছে । সেক্ষেত্রে দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ । আর আক্রান্তের অধিকাংশই মহারাষ্ট্রে(Maharashtra) । গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে মোট ১১,৮৭৭ জন আক্রান্ত হয়েছেন ।
২৫ ডিসেম্বরের পর থেকে পশ্চিমবঙ্গে বাড়তে শুরু করে দৈনিক কোভিড গ্রাফ । কয়েকদিনের মধ্যে ৪০০ ঘরের পরিসংখ্যানটা ৬ হাজারের গিয়ে পৌঁছেছে । এই পরিস্থিতিতে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যে কঠোর বিধিনিষেধ জারি করেছে রাজ্য সরকার ।