আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তাহলে কি ১০০০ টাকার নোট ফের ফিরছে বাজারে? এই প্রসঙ্গে স্পষ্ট তথ্য দিলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।
সোমবার আরবিআইয়ের গভর্নর জানিয়েছেন, ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হলেও নতুন করে হাজার টাকার নোট চালু করার কোনও পরিকল্পনা নেই। ২০১৬-র নভেম্বরে নোটবন্দির সময় ৫০০ষ এবং ১ হাজার টাকার নোট বাতিল করে নরেন্দ্র মোদীর সরকার। তার পরেই বাজারে আসে নতুন ২ হাজার টাকার নোট। কিন্তু সেই নোটও এ বার বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০০০ টাকার নোট বাতিল করার ঘোষণার পর থেকেই দেশের নানা প্রান্তে ক্রেতাদের থেকে ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করছেন ক্রেতারা। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ সাফ জানিয়ে দিলেন, ২০০০ টাকার নোট এখনও বৈধ এবং কোনও দোকানদার এই নোট গ্রহণ করতে অস্বীকার করতে পারেন না।