প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতি নিয়ে পাঞ্জাব সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির(Charanjit Singh Channi) সাফ জবাব, 'নিরাপত্তায় কোনও গাফিলতি ছিল না। উনি বাহানা খুঁজছিলেন।' যদিও বিমানবন্দরে ফিরে আধিকারিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী(PM of India) বলেন, "বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক, এর জন্য মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন।"
আরও পড়ুন- Narendra Modi: ভাতিন্দা উড়ালপুলে আটকে মোদীর গাড়ি, পাঞ্জাবে সভা বাতিল প্রধানমন্ত্রী
এই ঘটনায় আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে ভাতিন্দার এসএসপিকে। পাঞ্জাবের এই ধটনায় রীতিমতো তোলপাড় পড়ে গেছে রাজধানী দিল্লিতেও। রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানী পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। একই দাবিতে পাঞ্জাবেও সোচ্চার হয়েছেন বিজেপির জোটসঙ্গী ক্যাপ্টেন অমরিন্দর সিং(Captain Amrinder Singh)। তাঁর কথায়, দায়িত্ব সামলাতে না পারলে অবিলম্বে পদত্যাগ করুন চরণজিৎ সিং চান্নি(Charanjit Singh Channi)।