ফের কী কার্যকর করা হবে কৃষি আইন (Farm Laws) ?
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের (Narendra Singh Tomar) মন্তব্যে যেন সেই ইঙ্গিত মিলছে। গত মাসে গুরুপূর্ণিমার সকালে দেশবাসীর কাছে ক্ষমা
চেয়ে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর নির্দেশে সংসদের শীত অধিবেশনের প্রথম দিনেই তা
বাতিল করা হয়েছিল।
আরও পড়ুন : PM Modi: দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদী, কী লিখলেন টুইটে?
কিন্তু মহারাষ্ট্রে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের দাবি, কৃষি আইন (Farm Laws) প্রত্যাহার মানেই সংস্কার শেষ নয়, প্রয়োজনে ফের আনা
হতে পারে এই ধরনের আইন। এর জেরে নতুন করে তৈরি হল বিতর্কও।
মুষ্ঠিমেয় কিছু মানুষের জন্য বাতিল করতে হয়েছে কেন্দ্রীয় কৃষি বিল। এই অভিযোগও করেছেন তোমর। তিনি বলেন, ‘আমরা কৃষি সংশোধনী আইন নিয়ে এসেছি।
কিন্তু কিছু মানুষ এই আইনগুলি পছন্দ করেননি। স্বাধীনতার ৭০ বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বড় সংস্কার ছিল এই তিনটি আইন।’
তবে স্বীকার করেছেন চাপের মুখেই এই ব্যাপারে সরকারকে একধাপ পিছতে হয়েছিল। কিন্তু তা বলে সরকার হাল ছেড়ে দেবে এমনটাও আবার নয়। কেন্দ্রীয়
কৃষিমন্ত্রীর দাবি, এই আইনগুলি নিয়ে আগামী সময়ে এগিয়ে যাওয়া হবে।