১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা লাভ করে ভারত। শেষ হয় দীর্ঘ ব্রিটিশ শাসন। এই স্বাধীনতা সহজে আসেনি। এসেছে বহু দেশপ্রেমিকের রক্ত ও মর্যাদার বিনিময়ে। কিন্তু, আপনি জানেন, কেন ১৫ অগাস্টকেই বেছে নেওয়া হয়েছিল ভারতের স্বাধীনতা দিবসের জন্য? এর নেপথ্যে রয়েছে একটি বিশেষ কারণ। তবে, সেই কারণটির সঙ্গে প্রত্যক্ষভাবে ভারতের কোনও যোগ নেই। যোগ রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে।
ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের মস্তিষ্কপ্রসূত এই সিদ্ধান্ত। এর আগে, ব্রিটিশ শাসকদের ইচ্ছে ছিল, ১৯৪৮ সালের ৩০ জুন ভারতের হাতে ক্ষমতার হস্তান্তর করা। কিন্তু, দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে যাওয়ার কারণে ওই সিদ্ধান্তে বদল এনে প্রায় এক বছর আগেই স্বাধীনতা দিবস পালন করা হয় ভারতের।
আসলে, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করেছিল। তাই লর্ড মাউন্টব্যাটেন এই দিনটিকেই 'লাকি' বলে মেনে নিয়েছিলেন। আর, সেই কারণেই, স্বাধীনতা এল ওইদিন!