স্বামীর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবেই, স্ত্রী-কে এমনই লোভ দেখিয়েছিল জ্যোতিষী, সঙ্গে হাতিয়ে নিয়েছিল ৫৯ লক্ষ টাকা। মুম্বইয়ের পোয়াই থেকে সেই জ্যোতিষীকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে পাওয়া খবর, ১৩ বছর ধরে মহিলার অন্য কোনও ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। জানতে পেরে ব্যবসায়ী বিবাহবিচ্ছেদের হুমকি দেন।
দীপাবলি উপলক্ষে নিজের সংস্থার কর্মচারীদের ‘বোনাস’ দেবেন বলে ১০ অক্টোবর ৩৫ লক্ষ টাকা বাড়ির আলমারিতে রেখেছিলেন ওই ব্যবসায়ী, স্ত্রী-কে তা জানিয়েও ছিলেন।
এক সপ্তাহ পর আলমারিতে সেই টাকা না মেলায় স্ত্রীকে ডেকে জানতে চান স্বামী। ক্রমাগত জিজ্ঞাসাবাদের মুখে স্ত্রী স্বীকার করেন, স্বামীকে বশ করতে বাদল শর্মা নামের এক জ্যোতিষীকে পুরো টাকা তিনি দিয়ে দিয়েছেন। জ্যোতিষীর সঙ্গে মহিলার আলাপ সোশ্যাল মিডিয়া মারফত। প্রেমিকের সঙ্গেই জ্যোতিষীর কাছে গিয়েছিলেন।
বাদল শর্মা দাবি করেন, কালো জাদু করে তিনি সব সমস্যার সমাধান করে দেবেন। স্বামীকে না জানিয়ে বাড়িতে রাখা নিজের যাবতীয় গয়না এবং টাকা পারিশ্রমিক হিসেবে জ্যোতিষীকে দিতে থাকেন মহিলা।
ওই ব্যবসায়ীর অভিযোগ পেয়ে, তল্লাশি চালিয়ে জ্যোতিষীর কাছ থেকে টাকা এবং সোনার গয়না মিলিয়ে মোট ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।