ঝাড়খণ্ডে গণধর্ষণের (Jharkhand Gang Rape) শিকার হলেন এক তরুণী । অভিযোগ, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়র ওই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে মারধর করা হয় । তারপর, তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ঘটনায় ১০ জন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে । ঝাড়খণ্ডের (Jharkhand) চাঁইবাসার ঘটনা ।
জানা গিয়েছে, দু'দিন আগে সন্ধেবেলা রাস্তায় দাঁড়িয়ে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ওই তরুণী । সেখানে হঠাৎই ৮ থেকে ১০ জন এসে তাঁদের ঘিরে ধরেন । অভিযোগ, প্রথমে ওই তরুণীর বন্ধুকে মারধর করা হয় । তারপর ওই তরুণীকে জোর করে গাড়িতে তুলে এক নির্জন জায়গায় নিয়ে আসে অভিযুক্ত ব্যক্তিরা । প্রথমে তাঁকে মারধরের পর গণধর্ষণ (Rape) করা হয় বলে অভিযোগ । তারপর,নির্যাতিতার ফোন, টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা ।
আরও পড়ুন, Nimta Trekker Death : ট্রেকিংয়ে গিয়ে অসুস্থ, সামিট শেষের আগেই মৃত্যু বাঙালি পর্বতারোহীর
তারপর সেখান থেকে কোনও রকমে বাড়িতে পৌঁছন তরুণী । পরিবারের কাছে গোটা ঘটনাটি জানান । এরপর ওই দশ অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরা । অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চাঁইবাসা পুলিশ । খুব শীঘ্রই দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তাঁরা ।