গ্যাংস্টার ছবিতে জুবিনের ' ইয়া আলি' শুনে মুগ্ধ হয়েছিল আসমুদ্র হিমাচল। সেই থেকেই অসমীয়া গায়ক জুবিন গর্গ পেয়েছিলেন সর্বভারতীয় জনপ্রিয়তা। শিরোনামে এবার জুবিনের একটি কনসার্ট। শিল্পী গান গাইছিলেন। আচমকাই মঞ্চে উঠে পড়েন এক মহিলা পুলিশকর্মী। তাঁর পরনে পুরোদস্তুর পুলিশের ইউনিফর্ম। তিনি প্রথমে জুবিনের পায়ে হাত দেন। তারপর জড়িয়ে ধরে একের পর এক চুমু খেতে থাকেন জুবিনকে!
অসমের চাবুয়া জেলার ঘটনা। এমন কাণ্ড যিনি ঘটিয়েছেন, সেই মহিলা পুলিশকর্মীর নাম মিলিপ্রভা চুটিয়া। তাঁকে সাসপেন্ড করা হয়েছে।
গত ১০ মে বিহু উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন জুবিন৷ সেখানেই এই ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোস্যাল মিডিয়ায়।
গ্যাংস্টার ছবিতে জুবিনের ' ইয়া আলি' শুনে মুগ্ধ হয়েছিল আসমুদ্র হিমাচল। এবার আবেগ সামলাতে না পেরে মঞ্চে উঠে তাঁকে চুমু খেয়ে চাকরি খোয়ালেন মহিলা ফ্যান, যিনি আবার পুলিশকর্মী!