Christmas Celebration: ক্রিস্টমাসে ঘুরতে যাবেন? এই শহরগুলোয় বড়দিনের উদযাপন মিস করবেন না

Updated : Nov 22, 2024 17:24
|
Editorji News Desk

দুর্গাপুজো, কালী পুজো ফুরোলে বুক হু হু করা যে শূন্যতা, তা অনেকটা ভরাট করে দেয় একটাই ভাবনা। বড়দিন আসছে। ঠোঁট ফাটছে, চামড়ায় টান পড়ছে, ভোরের দিকে গায়ে হালকা চাদর, সন্ধের দিকে কান-ফলায় হালকা মাফলার লাগছে, আর এই সবই মনে করিয়ে দিচ্ছে ডিসেম্বরের দরজা একটু একটু করে খুলছে, পুরো খুললেই গোটা মাসজুড়ে উৎসব! 

মূলত পাশ্চাত্যের ধর্ম আর সংস্কৃতির অংশ হলেও ইংরেজ, ফরাসি, পর্তুজিগ ঔপনিবেশিকতার ছায়া থেকে বেরনোর প্রায় আট দশক পরেও আমাদের দেশে বড়দিনের জৌলুস এতটুকু কমেনি তো বটেই, বরং দিন দিন বেড়েছে।

বছরের শেষে, বড়দিনের আশেপাশে দিন কয়েক ছুটি নিয়ে কোথাও ঘুরে আসলে, কেমন হয়? বেরিয়ে পড়ার আগে, জেনে নিন, দেশের কোন কোন শহরে বড়দিনের উদযাপন হয়, দেখার মতো। 

গোয়া

ভারতের যে জায়গাগুলি বড়দিনে জমজমাট হয়ে ওঠে, সেগুলির অন্যতম গোয়া। পর্তুগিজ ঐতিহ্যর  সঙ্গে বিপুল সংখ্যক রোমান ক্যাথলিকের বসবাস আলাদা মাত্রা দেয়। সমুদ্রতীরের এই শহরটি বড়দিনের মরশুমে সম্পূর্ণ আলাদা মেজাজে থাকে। ক্রিসমাস ট্রি, রঙবেরঙের আলো আর পয়েনসেটিয়া ফুলে সেজে ওঠে গোয়া।

পন্ডিচেরি

পণ্ডিচেরি ছিল ফরাসী উপনিবেশ। এখানেও প্রচুর রোমান ক্যাথলিকের বাস৷ বড়দিনে শহরের চেহারাটাই বদলে যায়। দুর্দান্ত কিছু চার্চ এবং ব্যাসিলিকা আছে পণ্ডিচেরিতে। ক্রিসমাসের রাতে সে সবে সবাই জড়ো হয় প্রার্থনায়। গানে মেতে ওঠে পুদুচেরি বাসিন্দারা

মুম্বাই

বলা হয় মুম্বই শহর কখনও ঘুমায় না। আর ক্রিসমাস হলে তো কোনও কথাই নেই। সারা শহরটা আলোয় ঝলমল করে বড়দিনে। আনন্দ উৎসবে মেতে ওঠেন আবালবৃদ্ধবণিতা। এই শহরের সেন্ট অ্যান্ড্রুজ চার্চের সঙ্গে জড়িয়ে ৫০০ বছরের ইতিহাস। 

শিলং

সুন্দরী শিলং-এর অন্যতম প্রধান উৎসব বড়দিন, ব্রিটিশ ভারতে ব্যাপটিজমের বিপুল প্রভাব ছিল এই শহরে। উৎসবের সাজে শিলং আরও সুন্দর হয়ে ওঠে যীশুর জন্মদিনে। অসাধারণ নিসর্গের জন্য পূর্বেরস্কটল্যান্ড হিসেবে পরিচিত এই শহর ঝলমলিয়ে ওঠে বড়দিনের মাসটায়। শিলং-এর চার্চ দেখতেই অনেকে শহরটায় যান। 

কলকাতা

কলকাতার বাইরে অনেকেই জানেন না, কলকাতার নানা গির্জার সঙ্গে জড়িয়ে ঔপনিবেশিক ভারতের নানা ইতিহাস। সেন্ট জোন্স চার্চ, সেন্ট পল'স ক্যাথিড্রাল, পর্তুগিজ চার্চের বড়দিনের উদযাপন দেখার মতো। এছাড়াও কলকাতার রাস্তাজুড়েই এই সময় আলো, জিঙ্গল বেল, বেলুন-সান্টার পসরা বসে যায়। বড়দিনের সপ্তাহজুড়েই পার্কস্ট্রিটে ঝলমলে আলো দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ। 

কেরালা

কেরালার জনসংখ্যার একটা বিপুল অংশ খ্রিষ্টধার্মাবলম্বী। কোচি, কোজিকোর, ত্রিবান্দমে তাই বড়দিনের উদযাপন হয় খুবই জাঁকজমকের সঙ্গে। দেশের সবচেয়ে পুরনো গির্জাও কেরালাতেই। গোটা রাজ্যে ছড়িয়ে অসংখ্য বেকারি। তাই বড়দিনের সময়টা কেক-প্রেমীদের জন্যেও দারুণ। 

বেঙ্গালুরু

বেঙ্গালুরুতে বড়দিন, বর্ষবরণ দুই-ই খুব ধূমধাম করে হয়। ইউরোপীয়দের তৈরি একাধিক গির্জা রয়েছে এখানে। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ব্রিগেড রোডের সেন্ট প্যাট্রিকস এবং হোসুরের অল সেন্টস চার্চ। শহ্রজুড়ে ছড়িয়ে থাকা বেকারি, রেস্তোঁরা ক্যাফেগুলোয় বড়দিনের মরশুমে উদযাপনের মেজাজ থাকে।

মানালি

বরফ ভালোবাসেন? তাহলে বড়দিনে আপনার আইডিয়াল ডেস্টিনেশন মানালি। বরফে ঢাকা শহরে ক্রিসমাসের মৃদু উষ্ণ আলো গোটা উৎসবের আমেজ আরও সুন্দর করে তোলে।

Christmas Party

Recommended For You

editorji | লাইফস্টাইল

Holi 2025 : কেন আলাদা হোলি আর দোল? রঙ খেলার সময় কেন পরা হয় সাদা জামা? জেনে নিন এক ক্লিকে

editorji | লাইফস্টাইল

Holi 2025: দোলের দিন কেন ন্যাড়া পোড়ানো হয়? জেনে নিন হোলিকা দহনের ইতিহাস

editorji | লাইফস্টাইল

Holi special Gujia Recipe: মিষ্টিমুখ ছাড়া দোল কীসের? জেনে নিন জিভে জল আনা গুজিয়া বানানোর রেসিপি

editorji | লাইফস্টাইল

Purulia : বসন্তে শিমুল-পলাশের দেশ, ঘুরে আসুন লেক-ঝর্ণা-পাহাড় ঘেরা পুরুলিয়ায়

editorji | লাইফস্টাইল

Mahashivaratri 2025 : ১৪৯ বছর পর এই মহাশিবরাত্রি, কেরিয়ারে উন্নতি হবে কোন রাশির? দেখে নিন