বড়দিন মানেই উৎসবের মরসুম। নতুন বছর পর্যন্ত এই সময়টা একেবারে ছুটির মেজাজে চলে যায় বঙ্গবাসী। সারাবছর তো ইঁদূর দৌড়ে ছুটতে ছুটতে দম ফেলার জো থাকে না। তাই বছর শেষের এই ছুটিতে ছোট্ট করে ঘুরে আসুন কাছে পিঠে। রইল একদম সাধ্যের মধ্যে বাংলার অফবিট কিছু জায়গার খোঁজ।
Salt And Turmeric Marination: রান্নার আগে মাছ-মাংসে নুন হলুদ তো মাখান, কারণ জানেন?
তিন দিনের ছুটির আমেজের সঙ্গে ভরপুর প্রকৃতিকে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন পুরুলিয়া। পাহাড় সবুজ অরণ্যে ঘেরা এই জায়গাকে প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে। ঘুরে দেখুন অযোধ্যা পাহাড়, পাখি পাহাড়, চড়িদা মুখোশ গ্রাম, সুইসাইড পয়েন্ট, বামনি ফলস। ৩ দিনে মোটামুটি ভাবে চললে মাথাপিছু ৬ হাজার টাকাতেই হয়ে যাবে সব৷
ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘুরে আসতে পারেন বড় দিনের ছুটিতে৷ জঙ্গলমহলের কোলে এই অপূর্ব জায়গায় চারিদিক মোড়া জঙ্গলে। এর মাঝে উঁচু নিচু পথ, ছোট পাহাড় টিলা। সন্ধ্যে হলে আদিবাসীদের ধামসার সুরও ভেসে আসবে। খরচ মাথাপিছু পড়বে ৫-৬ হাজার টাকা
পাহাড় জঙ্গল তো হল, এবার যদি একটু সমুদ্রের আমেজ চান, যেতে পারেন মৌসুনি দ্বীপে। একরাত টেন্টে কাটিয়ে, পরেরদিন ঘুরে দেখুন আশপাশ। ৪ হাজারেই মিটে যাবে ১ রাত দুদিনের বেড়ানো।