বিশ্বের প্রথম ধূমপান নিবৃত্তিকারক ফিল্টার 'সিগিবাড' লঞ্চ করা হল। এই বিশেষ ফিল্টারটির উন্নতিসাধনে সহায়তা করেছে আইআইটির প্রাক্তনী প্রতীক শর্মা। কিন্তু কী এই সিগিবাড? এর কাজই বা কী? এই সিগিবাড এমনই এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি, যাতে ৮০ শতাংশ নিকোটিন ও টারকে ফিল্টার করে দেওয়া যাবে। ধূমপানের যে 'সুখ', তা সম্পূর্ণ পাবেন ধূমপায়ীরা। কিন্তু, এই সিগিবাড ব্যবহারে মাত্র ৩ মাসে ধূমপান সম্পূর্ণ ছেড়ে দেওয়া সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে।
এই সিগিবাড তৈরির আগে প্রতীক শর্মা এবং তাঁর দলের গবেষকরা একটি সমীক্ষা করেন। যেখানে দেখা যায়, ধূমপান ছেড়ে দিতে চান ৬৩ শতাংশ ধূমপায়ীই। কিন্তু, নিকোটিনে তীব্র আসক্তির দরুণ তাঁরা তা ছাড়তে পারছেন না।
লাইট, আলট্রা এবং প্রো- এই তিন ভার্শনে পাওয়া যাবে সিগিবাড। ৩০'টা ফিল্টার থাকবে একটা প্যাকেটে। যার দাম পড়বে ৩৫০ টাকা।
একটি ফিল্টার একজন ধূমপায়ী একবার ব্যবহার করে ফেলে দিতে পারেন অথবা সেটা সর্বোচ্চ তিনবারও ব্যবহার করতে পারেন বলে দাবি করা হয়েছে এর আবিষ্কারকদের পক্ষ থেকে।