তামিলনাড়ুতে (Tamil Nadu) বেড়েই চলেছে কনজাংটিভাইটিসে (Conjunctivitis) আক্রান্তের সংখ্যা । দক্ষিণ ভারতের (South India) পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে । এক মাস ধরে লাগাতার বৃষ্টির জন্যই চোখের এই সংক্রমণ মাথাচাড়া দিয়েছে বলে মত বিশেষজ্ঞদের । সাধারণত বাতাসে আর্দ্রতার জন্য চোখের এই সমস্যায় ভোগেন মানুষ । তবে, শুধু বৃষ্টি বা বর্ষাতে নয়, শীতেও কিন্তু কনজাংটিভাইটিসের বাড়াবাড়ি দেখা যায় । কনজাংটিভাইটিসের উপসর্গ (Conjunctivitis Symptom) ও উপশম (Conjunctivitis Prevention) সম্পর্কে জেনে নেওয়া যাক ।
কনজাংটিভাইটিসের (Conjunctivitis) সাধারণ উপসর্গ হল চোখ লাল হয়ে ফুলে যাওয়া,চুলকানি,জ্বালা । চোখ থেকে জলও বেরোয় ক্রমাগত । সাধারণত শিশুদের মধ্যেই চোখের এই সংক্রমণ বেশি দেখা যায় । এর জন্য দায়ী মূলত অ্যাডিনো ভাইরাস। এছাড়াও বেশ কিছু ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এই অসুখ। তাই সতর্ক থাকা প্রয়োজন ।
আরও পড়ুন, Coriander leaves: ৫ টাকার ধনেপাতায় 'হাজার'টা গুণ! বয়সের ভার থেকে হার্টের অসুখ গায়েব হতে পারে