ঠোঁট শুকিয়ে কাঠ কিংবা নিস্তেজ ? ঠোঁটের চামড়া উঠে উঠে আসছে? তাহলে আপনার প্রয়োজন এক্সফোলিয়েটরের। ঠোঁটের মোর চামড়া জমে থেকেই ঠোঁটকে শুষ্ক ও রুক্ষ করে দেয়। তাই এই সময় প্রয়োজন ঠোঁট পরিষ্কার এবং হাইড্রেটেড রাখা। ঠোঁট গোলাপের মতো নরম এবং গোলাপি রাখতে করতে পারেন লিপ স্ক্রাব। একদম ঘরোয়া পদ্ধতিতেই লিপ স্ক্রাব বানানো যায়।
কী ভাবে তৈরী করবেন লিপ স্ক্রাব?
অর্ধেকটা লেবু নিয়ে তাতে ১/৪ চা চামচ কফি পাউডার ও ১/৪ চা চামচ মধু দিন। এবার ঠোঁটে আলতো ভাবে এই স্ক্রাবার ঘষে ঠোঁট পরিষ্কার করে মুছে নিন। অবশ্যই ঠোঁট মুছে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগান। এতে ঠোঁটের মরা চামড়া উঠে যাবে , ঠোঁট কালো হবে না এবং ঠোঁট আর্দ্র থাকবে।