ঠোঁট ফাটা বা শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থাকলে কেবলমাত্র লিপ বামে কিন্তু সমাধান হবে না। ব্যবহার করতে হবে লিপ মাস্ক। রূপচর্চায় ঠোঁটের যত্ন নেওয়াও একইভাবে গুরুত্বপূর্ণ। ঠোঁটের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত হাইড্রেশন এবং পুষ্টি সরবরাহ করতে পারে লিপ মাস্ক।
প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে তৈরি লিপ মাস্কের একটি সহজ রেসিপি জেনে নিন।
একটি পাত্রে মধু ও দই মিশিয়ে নিন। এবার একটি তুলোর প্যাড মিশ্রণে ডুবিয়ে ঠোঁটে লাগান।
মনে রাখবেন ,এই লিপ মাস্কের নিয়মিত ব্যবহার আপনার ঠোঁটকে নরম ও ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করতে পারে।