জেন জেড নিয়ে দুনিয়াজুড়েই বহু কথা ও গবেষণা! স্মার্টফোন, ইনস্টাগ্রাম রিলস থেকে শুরু করে চুলের নতুন স্টাইল- সবেতেই এই বিশেষ জেনারেশনটির রমরমা। এবার এই জেনারেশনকে নিয়েই একটি নতুন ও চমকপ্রদ তথ্য সামনে এলো। 'থাম্বস আপ' ইমোজিকে আর ব্যবহার করতে চাইছে না এই জেনারেশন।
তাঁরা মনে করছেন, এই বিশেষ ধরনের ইমোজি বেশ রূঢ়। সম্প্রতি, মোট ২,০০০ জন ১৬ বছর থেকে ২৯ বছর পর্যন্ত বয়সীদের নিয়ে একটি সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা যায়, হার্ট শেপড ইমোজি ও থাম্বস আপ ইমোজি নিয়ে বুমারদের আগ্রহ তুলনায় অনেক কম। এই সমীক্ষার পর রেডিট ব্যবহারকারীদের একটি রিয়্যাকশন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায়। যেখানে, তাঁরা স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছেন যে, এই দুই ইমোজিতে তাঁদের একেবারেই আগ্রহ নেই কোনও। এই ইমোটিকনগুলি খুব বিচলিত করে তোলে বলেও মত তাঁদের।
একটি ইমোজিকে কেন্দ্র করে এমন 'ক্যানসেল-কালচার' নিয়ে সরগরম ইন্টারনেট। যদিও, তাঁদের মধ্যেই কেউ কেউ জানিয়েছেন, তাঁদের এই ইমোজি নিয়ে কোনও সমস্যাই নেই।
আপনি কোনদিকে?