ঠোঁট কালো হয়ে গেলে মুখের সমস্ত সৌন্দর্যই মাটি। গোলাপী ঠোঁট কে না চায়? এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে খুব সহজেই। একেবারে ঘরোয়া পদ্ধতিতেই আপনি পেতে পারেন একদম নরম তুলতুলে ঠোঁট। আজ এই প্রতিবেদনে বাতলে দেব এমনই কিছু উপায়।
আরও পড়ুন : স্মার্টফোনই খলনায়ক! বৈবাহিক জীবন তলানিতে! স্বীকার করছেন ভারতীয়রা
আলুর রস-
আলুর রস ঠোঁটের কালো ভাব দূর করতে সাহায্য করে। আলুর রস ঠোঁটে লাগালে মৃত কোষও দূর হয়, ঠোঁটের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
হলুদ-
হলুদের সঙ্গে টমাটোর রস মিশিয়ে ঠোঁটে লাগিয়ে মিনিট ১৫ রেখে দিন। এর পর হালকা ঘষে তুলে ফেলুন৷ সপ্তাহে ২ দিন অবশ্যই এই প্যাক ব্যবহার করুন৷
বিট-
বিট ভালো করে পেস্ট করে রসটা বের করে নিন৷ এরপর ঠোঁটে লাগান ন্যাচারাল গোলাপি রং হবে।