পাশ্চাত্য পোশাকে মাথা ভর্তি সিঁদুর পরে ব়্যাম্প ওয়াক দেখেছেন ? এদেশে হয়তো দেখে থাকলেও, আমেরিকায় (America) কখনওই কল্পনা করা যায় না । কিন্তু, এমনই ঘটেছে সুদূর আমেরিকায় (Fashion Trend ) । যেখানে মডেলদের (Model on Ramp) পাশ্চাত্য পোশাকে সিঁদুর পরে হাঁটতে দেখা গিয়েছে । সেই সিঁদুর আবার চিরাচরিত লাল নয় । লালের সঙ্গে গোলাপি, মেরুন এমনকী সাদাও রয়েছে !
নিউ ইয়র্কের (Newyork) মডেলদের নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে । আর এই অভিনব ফ্যাশনের নেপথ্যে রয়েছেন নেপালি-আমেরিকান পোশাকশিল্পী প্রবাল গুরুং (Prabal Gurung) । তাঁর পোশাকে রয়েছে পাশ্চাত্যের ছোঁয়া । সেইসঙ্গে মেলবন্ধন করিয়েছেন নেপালের ‘অনিচা’ রীতি বা ভারতীয় হিন্দুদের রীতিনীতি । দুই রীতিতেই স্বামীর অস্তিত্ব বোঝাতে মহিলারা সিঁথিতে সিঁদুর পরেন । সাধারণত, লাল বা মেরুন রঙের সিঁদুরই পরেন মহিলারা । তবে, এখানেই বিশেষত্ব এনেছেন প্রবাল গুরুং । তাঁর মডেলদের সিঁথিতে লাল, মেরুনের পাশাপাশি গোলাপি, অফ হোয়াইট রঙের সিঁদুরও দেখা গিয়েছে ।
আরও পড়ুন, Apple MacBook Air Price: সাধ্যের মধ্যেই সাধপূরণ, মাত্র ৩৯০০ টাকায় মিলছে 'অ্যাপল ম্যাকবুক এয়ার'
শিল্পী জানিয়েছেন, স্বামীর মৃত্যুর পর সিঁদুর মুছে দেওয়ার নিয়ম রয়েছে । তিনি তাঁর পোশাকের মাধ্যমে বোঝাতে চেয়েছেন, জীবনে কোনও কিছুই স্থির নয়, তবে পরিবর্তনকে ভয় না পেয়ে এগিয়ে চলতে হবে । কীভাবে এই ভাবনা মাথায় এসেছিল তাঁর ? সম্প্রতি এক ধ্যানের কর্মসূচিতে গিয়েছিলেন তিনি । সেখানে একদিন তাঁর গায়ে একটি রঙিন প্রজাপতি উড়ে এসে বসে আর কিছু ক্ষণের মধ্যেই তা উড়ে যায় । সেই প্রজাপতিই তাঁর এই নতুন ভাবনার জন্ম দেয় । তাঁর এই সৃষ্টি ফ্যাশন দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছে ।