বিশ্বজুড়ে ওমিক্রনের (Omicron)দুটি নতুন সাব ভ্যারিয়ান্ট চিন্তা বাড়াচ্ছে । ভারতেও এর হদিশ পাওয়া গিয়েছে । স্বাস্থ্যমন্ত্রক (Indian Health Ministry) সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ ও চেন্নাই সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে এর সংক্রমণ শুরু হয়েছে । এই পরিস্থিতিতে, কোভিড (Covid-19) নিয়ে সাম্প্রতিক এক গবেষণা উদ্বেগ বাড়াচ্ছে । কানাডার একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় প্রকাশিত গবেষণা বলছে, বায়ুদূষণ (Air Pollution) কোভিডের তীব্রতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে ।
২০ বছরের থেকে বেশি বয়সি ১,৫১,১০৫ জন কোভিড রোগীর উপর সমীক্ষা চালানো হয় বলে খবর । গবেষণায় দেখা গিয়েছে, কোভিড রোগীদের জন্য ক্ষুদ্র দূষক কণা, নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস ও ভূস্তরীয় ওজোন গ্যাসের মতো উপাদান ক্ষতিকর । ১,৫১,১০৫ জন কোভিড রোগীর মধ্যে ৮৬৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে । আইসিইউতে ভর্তি করতে হয়েছে ১৯১২ জনকে । মৃত্যু হয়েছে ২১৩৭ জনের ।
গবেষণার ফলাফল, সাধারণ বায়ুদূষক পদার্থ ছাড়াও দীর্ঘদিন যাঁরা ২.৫ পিএম মাত্রার কণা ও ওজোন স্তরের সংস্পর্শে রয়েছেন এমন মানুষদের ক্ষেত্রে আইসিইউতে ভর্তির সংখ্যা ছিল বেশি । এর ফলে, মৃত্যুর ঝুঁকি অনেকাংশে বেড়ে যায় ।