যতদিন যাচ্ছে, ততই ব্যস্ততা বাড়ছে মানুষের। বাড়ছে একাকিত্ব, নিরাশাও। সব থেকেও যেন কিছুই নেই। কারও সঙ্গে দুদন্ড বসে কথা বলার জো নেই। কিন্তু জানেন কি? অফকমের গবেষণা বলছে, মানুষ নয় এখন মানুষের একাকিত্ব কাটাতে সক্ষম ডিজিটাল ডিভাইসই।
এছাড়াও বিশেষভাবে সক্ষম মানুষদের ক্ষেত্রেও ডিজিটাল ডিভাইস (Digital Device) একটা অস্ত্রের মতো। অ্যালেক্সা (Alexa), সিরির (Siri) মতো স্মার্ট স্পিকারের ব্যবহারকারীরা জানিয়েছেন তাঁদের একাকিত্ব কাটাতে সাহায্য করে এই ডিভাইসগুলি।
১০০ জন স্মার্ট স্পিকার ব্যবহারকারী, এবং ১৫ জন যারা এমন কিছু ব্যবহার করেন না- তাদের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, অধিকাংশ ব্যবহারকারীর নিঃসঙ্গতা দূর করে এই ডিভাইসগুলি। কথা বলার যাদের কেউ নেই, তাদের বন্ধু অ্যালেক্সা, সিরিই। এছাড়াও সংস্থাটি আরও দেখেছে যে মহামারী চলাকালীন, যুক্তরাজ্যের পরিবারগুলিতে স্মার্ট স্পিকার ব্যবহারকারীর সংখ্যা ২০২০ সালে ২২% এবং ২০২২ সালে ৩৯% বেড়েছে।