দেখতে দেখতে কেটে গেল দু'বছর। অনেক প্রথম কিছুর সাক্ষী থাকল গোটা পৃথিবী, সেই সঙ্গে আমাদের দেশও। ২০২২ সালের এই দিন থেকেই ঘোষিত হয়েছিল সম্পুর্ন লকডাউন (complete lockdown)। করোনা, কোভিড ১৯, প্যান্ডেমিক, লকডাউন, একগুচ্ছ না শোনা শব্দ নিয়ে ঘর করতে হবে, কেউ ভাবতে পারেনি সেই দিন।
দু'বছরে অনেক কিছু বদলেছে। দীর্ঘ মৃত্যু মিছিলের সাক্ষী থেকেছে দেশ। শুধু কি তাই? হাসপাতালে বেড সংকট, অক্সিজেনের অভাব, হাহাকার, কয়েক লক্ষ মানুষের রাতারাতি কাজ খোয়ানো, নিয়মিত এই সব খবর থেকেছে শিরোনামে। লকডাউনে ঘরে ফিরতে চেয়ে কয়েক'শ কিলোমিটার রাস্তা শুধু দৌড়ে হাঁপিয়ে শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেছে ছোট্ট মেয়ের। জীবনের অন্তিম মুহূর্তে প্রিয়জনকে পাশে না পেয়ে ছটফট করেছে কত প্রাণ।
৩১ মার্চের পর থাকছে না কোনও কোভিড বিধি, থাকছে মাস্ক- সোশ্যাল ডিসট্যান্সিং
এখন একটু একটু করে থিতিয়ে যাচ্ছে সেই কালো সময়ের রেশ। ভয়াবহ স্মৃতি মুছে যাচ্ছে এই সময়ের গা থেকে। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছি আমরা। বন্দি জীবন ফুরোচ্ছে।
ক্ষত গভীর হলে সারতে সময় লাগে, কিছু ক্ষত আবার সারেও না সারা জীবন। কিন্তু ক্ষত ভোলার মতো সময় আসুক, খুব তাড়াতাড়ি।