রোজ রাতেই সেই বাড়ির দিকে নজর রাখত চোর, তালে তালে থাকত, একটু একটু করে নাকি জিনিসও সরাত বাড়ি থেকে। তারপর একদিন চোর বুঝল 'ভুল হয়ে গেছে বিলকুল'। কার বাড়ি থেকে জিনিস চুরি করেছে? যে কিনা তাঁদেরই লোক! ভুল বুঝে কবির বাড়ি থেকে চুরি এলইডি টিভি ফিরিয়ে দিল চোর। সঙ্গে ক্ষমা চেয়ে একটি চিঠি।
ঠিক যেন সিনেমা! বাস্তবে এমন হয় নাকি? হ্যাঁ, হয়েছে তো। প্রখ্যাত মারাঠি কবি নারায়ন সুরভের বাড়ির সামনে চোর রেখে গিয়েছে চুরি যাওয়া এলইডি টিভি। তা ফিরিয়েই যখন দেবে, তাহলে চুরি করা কেন? আসলে এ যে 'সর্বহারা' মানুষের কবি নারায়ণ সুরভের বাড়ি, জানতেন না চোর, জানলে এমন করতেনই না।
কে নারায়ণ সুরভে? প্রখ্যাত কবি, যিনি নিজের কবিতায় ব্যক্ত করতেন শ্রমজীবীর যন্ত্রণা। ২০১০ সালে, ৮৪ বছর বয়সে কবি প্রয়াত হন, ২০২৬ সালে তাঁর জন্মশতবর্ষ পালন করবে গোটা দেশ। জন্মের পর থেকে অনাথ, রাস্তাতেই কেটেছে বেশ কিছু বছর, কবির কবিতায় তাই বারবার উঠে এসেছে খেটে খাওয়া মানুষের কথা।
বাড়ির দরজার সামনে ভাঙা দেখে থানায় অভিযোগ দায়ের করেছিলেন, কবির মেয়ে। সেই সূত্রেই চুরির তদন্ত শুরু। বাড়িতে ছোট খাট বেশ কিছু জিনিস এখনও পাওয়া যাচ্ছে না। নেরাল থানার ইন্সপেক্টর জানিয়েছেন, খুব সম্ভবত, চোর নিজেও কবিতা পড়ে এবং যথেষ্ট শ্রেণি সচেতন, তাই নারায়ণ সুরভে তাঁর কাছে এত পরিচিত নাম।