একা বেড়ানোর আনন্দ অন্যরকম। আর সেই কারণেই বর্তমান প্রজন্মের মধ্যে সোলো ট্রিপের (Solo Trip) প্রবণতা দেখা যায় খুব বেশি। কিন্তু মেয়েদের সোলো ট্রিপে (Girls Solo Trip) যাওয়ার আগে প্রথমেই যে বিষয়টি মাথায় রাখতে হয়, তা হল নিরাপত্তা।
সিমলা
হিমাচল প্রদেশের রাজধানী সিমলার প্রাকৃতিক সৌন্দর্য নজরকাড়া। এটি পরিবার, বন্ধু, বান্ধবের পাশাপাশি সোলো ট্রিপের জন্য আদর্শ জায়গা।
নৈনিতাল
জনপ্রিয় শৈলশহরগুলির মধ্যে অন্যতমন একটি নৈনিতাল। শীত কিংবা গ্রীষ্ম সবসময় এখানে পর্যটকের ভিড় থাকে। ফলে সোলো ট্রিপের জন্য নৈনিতাল খুবই নিরাপদ একটি জায়গা।
হাম্পি
কর্নাটকের অফ-বিট একটি জায়গা হল হাম্পি। পাথর কেটে তৈরি করা মন্দিরের স্থাপত্যের ভিড় একলা হারিয়ে যাওয়ার জন্য এক্কেবারে পারফেক্ট। যদিও এই শহরের বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপ।
আরও পড়ুন -উচ্চ রক্তচাপের সমস্যা ! হাঁটা কিংবা দৌঁড়ানোর থেকে কোন ব্যায়মগুলি বেশি কার্যকরী ?
বারাণসী
ভারতের প্রাচীনতম শহর বারাণসী। একা ভ্রমণের জন্য এই শহর একেবারেই নিরাপদ। এখানে একাধিক মন্দিরের পাশাপাশি গঙ্গা আরতি উপভোগ করতে পারেন।