বাইক, স্কুটার নিয়ে রাস্তায় বেরোলে হেলমেট পরা বাধ্যতামূলক। কিন্তু আপনি যে হেলমেটটা পরে রাস্তায় বেরচ্ছেন তা যে কোনও দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাবে না তো? এই বিষয় নিশ্চিত করতে হেলমেট কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি (Helmet buying tips)।
বিশেষজ্ঞদের মতে, কার্বন এবং কেভলার মিশ্রণ রয়েছে সবসময় সেই রকম হেলমেটই কেনা উচিত। এই হেলমেটগুলির ওজন খুব হালকা হয় এছাড়াও এগুলি ঘাড় ও মাংসপেশি সুরক্ষিত রাখে।
রাতের বেলা বাইক নিয়ে বেরোলে রাইড হেলমেটের রঙ সাদা এবং হলুদ থাকলে ভাল। এক্ষেত্রে রঙের উজ্জ্বলতার কারণে দুর্ঘটনা এড়ানো যায়।
সুরক্ষার স্বার্থে ISI লোগো রয়েছে এমন হেলমেট কেনাই ভাল। নির্দিষ্ট সময় অন্তর হেলমেট বদল করা উচিত।
আরও পড়ুন- ভাইয়ের ডায়াবেটিস? বা ডায়েটে রয়েছেন ? বানিয়ে নিন সুগার ফ্রি মিষ্টি
বিভিন্ন রকমের হেলমেট রয়েছে। যদিও বাইক বা স্কুটি চালানোর সময় সম্পূর্ণ মুখ ঢাকা হেলমেটই পরা উচিত।