দু'বছরের অতিমারী কাল কত কী যে শেখাল। স্কুল, কলেজ, অফিস, ডাক্তারি, মামলার শুনানি সবই হল ভার্চুয়ালি, আর একখানা বিয়েতে আপনি ভার্চুয়াল অংশগ্রহণ করতে পারবেন না ভাবছেন? এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি!
বর কনে বিয়েতে রাজি, কিন্তু তাঁদের বিয়ের আসর থেকে জীবাণু ছড়াক, এমনটা চাইছেন না কখনোই। অথচ তা বলে বিয়ের আনন্দ থেকেও কাছের মানুষদের বঞ্চিত করতে চান না তাঁরা। অগত্যা মুশকিল আসান হিসেবে উপায় গুগল মিট। ভাবছেন, বিয়ের ভুরিভোজটা মিস হয়ে যাবে? তা কখনও হয়। আমন্ত্রিতদের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেবে জোম্যাটো ।
পাত্র পূর্ব বর্ধমানের মেমারি (Memari) থানার পাল্লারোডের বাসিন্দা সন্দীপন সরকার। পাত্রী বর্ধমানের অদিতি দাস। আগামী ২৪ জানুয়ারি গাঁটছড়া বাঁধছেন দু’জনে। আগেই বিয়ের দিন ঠিক হয়েছিল। চলতি মাসের গোড়া থেকে করোনা সংক্রমণ বাড়ায় কোনও ঝুঁকি নিতে চাইছেন না মিয়াঁ বিবি। তাই এই অভিনব ব্যবস্থা।