বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) সম্প্রতি 'কুইট টোব্যাকো অ্যাপ' তৈরি করেছে। যাঁরা ধূমপান করেন, তাঁদের এই নেশার হাত থেকে মুক্ত করতেই এমন উদ্যোগ। এই অ্যাপ ধূমপানের (Smoking) ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করবে ধূমপায়ীদের। তাঁদের দিনে ধূমপান সংক্রান্ত টার্গেট ঠিক করতে সাহায্য করবে এবং আস্তে আস্তে ধূমপানের কবল থেকে বের করে আনবে তাঁদের।
আরও পড়ুন: Papaya Facepack: উজ্জ্বল মসৃণ ত্বক পেতে মুখে মাখুন পেঁপের ফেসপ্যাক, জেনে নিন বানানোর পদ্ধতি
ক্যান্সার, ফুসফুসের অসুখ, ডায়াবেটিসের মতো মারাত্মক অসংক্রক রোগের জন্য দায়ী তামাক। বছরে ৮ মিলিয়ন মানুষ তামাকের জন্য মারা যান। দক্ষিণ পূর্ব এশিয়ায় সংখ্যা ১.৬ মিলিয়ন। বিশ্বের এই অংশে তামাকজাত দ্রব্য উৎপাদন এবং ব্যবহারকারীর সংখ্যা বিপুল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া শাখা এই অ্যাপ তৈরি করেছে। এক বছর ধরে চলা একটি প্রচার অভিযানের অংশ হিসাবে তৈরি হয়েছে এই অ্যাপ।