শিয়ালদহের ১, ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে চালু হল ১২ কামরার লোকাল ট্রেন। শনিবার থেকে চালু হয়ে গেল এই পরিষেবা। জানা গিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই ৩ এবং ৪ নম্বর প্ল্যার্টফর্মের কাজ শুরু হবে। তখন ওই দুই প্ল্যাটফর্ম থেকেও ১২ কামরার লোকাল ট্রেন চালানো হবে।
রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশন থেকে প্রতি দিন প্রায় ৮৯২টি লোকাল ট্রেন চলাচল করে। কিন্তু প্লাটফর্মের দৈর্ঘ্য কম থাকার জন্য শিয়ালদহ স্টেশনে ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ১২ বগির ট্রেন চালানো যেত না।
সেই কারণেই এতদিন শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার লোকাল ট্রেন চলত। যাত্রীদের সুবিদার্থে গত কয়েকদিন ধরেই শিয়ালদহ স্টেশনে কাজ চলছিল। এবার ১, ২ ও ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকেও ১২ বগি চালানো হবে।