জঙ্গি সন্দেহে গ্রেফতার হাওড়ার (Howrah) দুই যুবক। শনিবার খিদিরপুর (Khidirpore) এলাকা থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃত দুই যুবককে জেরা করছে এসটিএফ আধিকারিকরা।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই দুই যুবকের উপর নজর রাখা হচ্ছিল। এরপরেই অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে এসটিএফের আধিকারিকরা। শুক্রবার ধৃতদের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়ে ল্যাপটপ, মোবাইল-সহ বেশ কিছু কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন- দুয়ারে সরকারকে প্ল্যাটিনাম পুরস্কার রাষ্ট্রপতির, পুরস্কার গ্রহণ চন্দ্রিমা ভট্টাচার্যের
এসটিএফ সূত্রের খবর, হাওড়া থানার আফতাবউদ্দিন মুন্সি লেনের বাসিন্দা মহম্মদ সাদ্দাম এবং শিবপুর থানা এলাকার গোলাম হোসেন লেনের বাসিন্দা অপর যুবক ছাড়াও এই চক্রে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। তাঁদের সম্পর্কে যোগসূত্র পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।