বিড়ি শ্রমিকের বেশে হানা দিয়ে জাল সার্টিফিকেট চক্র ভাঙলেন নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও। জাল চক্র চালানোর অভিযোগে বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় এক সাইবার ক্যাফের মালিক এবং এক পার্শ্বশিক্ষককে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই জাল কারবার নিয়ে অভিযোগ পাচ্ছিলেন তেহট্ট ১ ব্লকের বিডিও শুভাশিস মজুমদার। বৃহস্পতিবার রাতে বিড়ি শ্রমিকের পোশাকে নজিরপুর এলাকার একটি সাইবার ক্যাফেতে হানা দেন তিনি। এবং হাতেনাতে ধরেন চক্রের সঙ্গে জড়িত জয়ন্ত মিস্ত্রিকে। এছাড়াও তাঁকে সাহায্য করতেন বিশ্বজিৎ দাস নামে এক পার্শ্ব শিক্ষক। তাঁকেও গ্রেফতার করা হয়েছে।
কীভাবে গ্রেফতার করা হল?
জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর পাজামা ও একটি ছেঁড়া গেঞ্জি পরে ওই সাইবার ক্যাফেতে গিয়েছিলেন বিডিও শুভাশিস মজুমদার। এরপর বিড়ি শ্রমিকের একটি কার্ডে নিতে চান তিনি। সেইমতো টাকার বিনিময়ে সব হয়ে যাবে বলে জানান জয়ন্ত। বাড়তে থাকে কথা। ধীরে ধীরে জানতে পারেন, জন্ম-মৃত্যুর শংসাপত্র সহ সব ধরনের সার্টিফিকেট পাওয়া যাবে তাঁর কাছে।
আগে থেকেই সেখানে উপস্থিত ছিল পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় জয়ন্তকে। তার পর গ্রেফতার হয় বিশ্বজিৎ।