উত্তরবঙ্গে বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধের শুরুতেই উত্তেজনা কোচবিহার শহরে। বনধ তুলতে এলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে ২০ জন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসে এসে পৌঁছায় বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর বাস আটকাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় তাঁদের। তবে ১২ ঘন্টার এই বনধে সকাল থেকেই দোকানপাট বন্ধ রয়েছে। খুব প্রয়োজন ছাড়া রাস্তাতেও মানুষওকে বের হতে দেখা যায়নি। উল্লেখ্য, কালিয়াগঞ্জে বিচ্ছিন্ন ঘটনায় জোড়া মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ডেকেছে বিজেপি। বৃহস্পতিবার রায়গঞ্জে একথা জানান বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী।
অন্যদিকে, কালিয়াগঞ্জে ছাত্রী মৃত্যুর ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফিও সংরক্ষণ করার কথাও বলা হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কালিয়াগঞ্জে আদিবাসী কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবি তুলে হাইকোর্টে মামলা হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহান্তেও বৃষ্টি, কালবৈশাখীর দাপটে কাঁপছে বাংলা