দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল বিশালাকার মাছ, যার ওজন প্রায় ২০০ কেজি। শুক্রবার এই বিশালার কই-ভোলা মাছ দেখতে ভিড় জমালেন পর্যটকেরা। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছিল মাছের। শেষমেশ প্রচুর দরাদরি শেষে একটি মাছ বেচেই লাখপতি হলেন ওড়িশার এক মৎস্যজীবী।
Durga Puja 2023: পুজোয় পার্কিং নিয়ে কড়া কলকাতা পুলিশ , কোন কোন রাস্তায় গাড়ি ঢোকালেই বিপদ?
‘দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন’-এর ভাইস চেয়ারম্যান নবকুমার পয়ড়্যার দাবি , এত বড় ওজনের মাছ সচরাচর দিঘার মোহনায় দেখা যায় না। এই দৃশ্য বিরল। নিলামে এই মাছের দাম ওঠে ১ লক্ষ ২৭ হাজার টাকা। একটি মাছেই ভাগ্যের চাকা ঘুরে যায় দিঘার মৎসজীবীর। কই-ভোলার চাহিদাও রয়েছে বাজারে। বাংলাদেশে এই মাছ খুবই জনপ্রিয়। মৎসজীবীদের কথায় এই মাছ জালে ধরাও বেশ ঝুঁকিপূর্ণ। মাছ সমুদ্রে না গেলে এই মাছ পাওয়া যায় না।