নতুন বছরের প্রথম দিনে পূণ্যার্থীদের ভিড়ে উপচে পড়ল বীরভূমের (Birbhum) বক্রেশ্বর (Bakreshwar)। ৫১ সতীপিঠের অন্যতম হল এই বক্রেশ্বর। সকাল থেকে উপচে পড়েছে ভক্তদের ভিড়। হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তবে অধিকাংশই করোনা (Coronavirus) সংক্রান্ত বিধিনিষেধ মানছে না। অভিযোগ, প্রশাসনও উদাসীন।
আরও পড়ুন: Omicron: ভয়াবহ চেহারা সংক্রমণের! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার
বিপুল ভিড় চোখে পড়েছে বক্রেশ্বরের শিবমন্দিরেও। শিবের মাথায় জল ঢালতে লাইন দিয়েছেন ভক্তরা। কিন্তু বীরভূমেও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তার মাঝেই এমন ভিড়ে রক্তচাপ বেড়েছে স্বাস্থ্যকর্তাদের।