গত শুক্রবার কালিয়াগঞ্জে এক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার অভিযোগে উত্তাল হয়েছিল রাজ্য। ওই নাবালিকার মৃতদেহকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগও ছিল। এবার সেই অভিযোগের জেরেই ৪ জন এএসআইকে সাসপেন্ড করা হল। এএসআই পদমর্যাদার ওই ৪ জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে বলে জানান জেলা পুলিশ সুপার সানা আখতার।
উল্লেখ্য, ইতিমধ্যেই কালিয়াগঞ্জের ঘটনায় সরব হয়েছে রাজ্য রাজনীতি। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী দলগুলিও। নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে।
অন্যদিকে, কালিয়াগঞ্জকাণ্ডে পুলিশ-প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। সন্দেহভাজন তৃণমূল প্রধানকে জিজ্ঞাসাবাদই করা হয়নি বলে অভিযোগ। ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চাওয়ায় ২ জনকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি।