মেলা দেখে বাড়ি ফেরার পথে একাদশ শ্রেণির ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত চার যুবককে ছাত্রীটি চিনতে পারেননি। এরপরেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রী। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে।
পরিবারের সদস্যদের অভিযোগ, স্কুটি নিয়ে বাড়ির কাছাকাছি একটি মেলায় গিয়েছিলেন ওই ছাত্রী। সেখান ফেরার পথে মাঝ-রাস্তায় চার যুবক তাঁকে আটকায়। এরপর তাঁর মুখে কোনও গ্যাস দিয়ে তাঁকে অজ্ঞান করে দেওয়া হয় বলেই অভিযোগ। পরিবারের দাবি, রবিবার সকালে ঘুম ভাঙলে ছাত্রীটি বুঝতে পারেন কোনও ফাঁকা জায়গায় পড়ে আছেন তিনি। পাশে তাঁর স্কুটি এবং মোবাইলও পড়ে রয়েছে। এরপর তিনি বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরে সমস্ত ঘটনা জানান।
এরপর অপমানে তিনি ঘরের সিলিংয়ে ওড়না লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ। পরিবারের সদস্যরাই তাঁকে তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি নিয়ে হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।