কুড়মিদের রেল অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন। শুক্রবারও আপ-ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল। বেশ কয়েকটি ট্রেনের রুটও পাল্টানো হয়েছে। এমনটাই জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
এই নিয়ে চতুর্থ দিনে পড়ল কুড়মিদের আন্দোলন। গত কয়েকদিন ধরেই এই আন্দোলনের জেরে ট্রেন বাতিল হয়েছে। শুক্রবার সব মিলিয়ে ৪০টি ট্রেন বাতিল হয়েছে। তালিকায় আছে টাটানগর-খড়গপুর স্পেশাল, টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস। ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর-আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেসও বাতিল হয়েছে।
পুরুলিয়ার আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে রেল অবরোধ চলছে। এর জেরেই ওই লাইনগুলিতে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ রয়েছে। তার জেরে রাস্তাজুড়ে কয়েক কিলোমিটার জুড়ে আটকে আছে সারি সারি ট্রাক।
অচলাবস্থা কাটাতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার দফতর। সেই বৈঠকে আন্দোলনকারীরা আদৌ যোগ দেবেন কিনা, তা জানা যায়নি।