বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার অভিযোগের ঘটনায় রাজ্য পুলিশের DG রাজীব কুমার সহ তিন পুলিশ কর্তাকে তলব করল লোকসভার স্বাধিকার রক্ষা কমিটি। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকাকেও ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।
কাদের তলব করা হয়েছে?
রাজীব কুমার সহ আরও যাঁদের তলব করা হয়েছে তাঁরা হলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান এবং উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ। আগামী ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার তাঁদের সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কী ঘটেছিল?
বুধবার সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালি যাচ্ছিলেন সুকান্ত মজুমদার। অভিযোগ, সেখানে যেতে বাধা দেয় পুলিশ। এরপর পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়। সেসময় পুলিশের গাড়ির বনেটে সুকান্ত উঠে যান বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের মতে, বনেটে উঠেই অচৈতন্য হয়ে পড়েন নসুকান্ত মজুমদার। এরপর BJP নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি জ্ঞান হারান বলে জানিয়েছেন তাঁরা।