সংসদে রং বোমা ফাটানোর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। সূত্রের খবর, ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে আটক করা হলেও ঘটনার সঙ্গে জড়িত রয়েছে মোট ৬ জন। তারা সকলে মিলে ব্লু-প্রিন্ট তৈরি করে। এবং সেই অনুযায়ী দুজন সংসদের ভিতরে ঢোকেন। এবং বাকি ২ জন সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অন্যদিকে বাকি দুজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
সূত্রের খবর, পুলিশ জানতে পেরেছে ওই ৬ জন চক্রান্তকারীর মধ্যে ৫ জনই দিল্লির বাইরে থেকে এসেছেন। এবং তাঁরা গুরগাঁও-এর এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সংসদ ভবনের বাইরে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের নাম নীলম এবং আমোল।
বুধবার এই ঘটনার পর একাধিক জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই শীর্ষ আধিকারিক নতুন সংসদ ভবনে গিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন।