দাবদাহ থেকে মুক্তি মিললেও সোমবারের কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে প্রাণ হারাতে হল ৭ জন মানুষকে।
মৃতরা সকলেই দক্ষিণবঙ্গের বাসিন্দা। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে দুজন মারা গিয়েছেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতের খুঁটি উপড়ে একজনের মৃত্যু হয়েছে। হাওড়ার উলুবেড়িয়া এবং বাগনানে দুজনের মৃত্যু হয়েছে। পুরুলিয়াতে বজ্রঘাতে প্রাণ হারিয়েছেন দুজন।
প্রবল ঝড়ে রীতিমতো ব্যাহত হয়েছে ট্রেন ও সড়ক পরিষেবা। ডানকুনিতে ওভারহেডের তার ছিঁড়ে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে টিনের শেড উড়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবারও প্রবল বৃষ্টি হতে পারে বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে। সঙ্গে বইবে ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া।