প্রতিদিন কয়েক লক্ষ নিত্যযাত্রী ট্রেনে যাতায়াত করেন, এবার ফের ভোগান্তির শিকার হতে হবে তাঁদের। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। রেল সূত্রে খবর, বারুইপাড়া-চন্দনপুর চতুর্থ লাইনে কাজ চলার কারণেই আপাতত বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন চলাচল। পাশাপাশি সাঁতরাগাছি সেতুতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে সেতু বন্ধের প্রস্তুতি। এমতাবস্থায় কলকাতামুখী রাস্তায় বিরাট যানজট, বেজায় সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা।
আরও পড়ুন: 'ক্ষতিগ্রস্ত হবেন কেবল পড়ুয়ারা', ভেঙে দেওয়া হোক কমিশন, নিয়োগ মামলায় মন্তব্য আদালতের
জানা যাচ্ছে আপাতত টানা ১০ দিন বন্ধ থাকবে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মোট ৭ জোড়া লোকাল ট্রেন। এতদিন ১৪ টি ট্রেন বাতিল থাকলে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা। এছাড়া কিছু ট্রেন ডানকুনির বদলে ব্যান্ডেল দিয়ে ঘোরানো হবে বলে খবর।
এদিকে হাওড়া বর্ধমান কর্ড লাইনে এমনিই ট্রেনের সংখ্যা কম, তার উপর এত ট্রেন বাতিল থাকলে বর্ধমান জেলার মানুষদের কলকাতা আসতে যে কালঘাম ছুতে যাবে তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে একটি ট্রেনের জন্য আড়াই তিন ঘণ্টা অপেক্ষা করতে হবে যাত্রীদের। এ বিষয়ে পূর্ব রেলের বর্ধমান ডিভিশনের এক আধিকারিক স্বপন কুমার ভট্টাচার্য জানান, আগামী ১৮-২৭ নভেম্বর মোট ৭ জোড়া ট্রেন বাতিল থাকছে।