সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়। শুক্রবার নির্বাচনের দায়িত্বে থাকা ৮০ জন বিসিএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের। রিটার্নিং অফিসার-সহ ৪ আমলাও আছেন এই তালিকায়। এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস।
সাগরদিঘি উপনির্বাচনে রিটার্নিং অফিসার ছিলেন দিব্যেন্দু মজুমদার। তাঁকে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের ৩ বিডিও-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বদলির তালিকায় সাগরদিঘির বিডিও সুরজিৎ চট্টোপাধ্যায়। রঘুনাথগঞ্জের বিডিও সৌরভ বসুকে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। কার্শিয়াংয়ে পাঠানো হয়েছে শামসেরগঞ্জের বিজিও কৃষ্ণচন্দ্র মুণ্ডাকে।
নবান্ন নির্দেশ দিয়ে জানিয়েছে, এটি প্রশাসনিক রুটিন। কিন্তু বিরোধীদের অভিযোগ, এটি পরিকল্পিত সিদ্ধান্ত। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বলেন, "সরকারি প্রশাসনিক বদলির ব্যাপারে মন্তব্য করতে চাই না। তবে ভোটের কারণে বদলি হলে, নিঃসন্দেহে খারাপ ব্যাপার।" বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তাহেরপুরে হেরে গিয়ে ওসিকে ক্লোজ করেন। সাগরদিঘিতে হেরে গেলেন। ঙোলা পান্ডেকে ক্লোজ করলেন। শুক্রবার বিডিওর বদলির অর্ডারে এক নম্বরে সাগরদিঘির নাম।