কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়ে হামলার ঘটনায় গ্রেফতার এক বিজেপি কর্মী। বৃহস্পতিবার মোট ২৩ জনের নামে অভিযোগ দায়ের করে তৃণমূল। তারপরেই পুলিশ তল্লাশিতে নেমে গ্রেফতার করে শিবু বর্মণকে। শনিবার অভিযুক্তকে দিনহাটা আদালতে পেশ করা হয়।
বৃহস্পতিবার সিতাইয়ে নিশীথ প্রামানিকের কনভয়ে হামলা হয়। গাড়িতে ইট মারা হয় বলে অভিযোগ। তারপরেই তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়। এরপরেই তৃণমূলের তরফে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখানো হয়, নিশীথের কনভয় থেকেই তৃণমূলের ওপর হামলা চালানো হয়। থানায় মোট ২৩ জনের নামে অভিযোগ দায়ের করে তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতির অভিযোগ, ঝামেলা পাকাতেই ইচ্ছা করে নিশীথ প্রামানিক ওই কর্মসূচির সিদ্ধান্ত নেন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করা হয় এক বিজেপি কর্মীকে।