ভোরের ট্রেনে রক্তারক্তি কাণ্ড। চলন্ত ট্রেনে ব্যবসায়ীকে খুনের চেষ্টার অভিযোগে চাঞ্চল্য শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে। চোখের সামনেই এই দৃশ্য দেখে রীতিমতো শিউরে ওঠেন যাত্রীরা। জানা গিয়েছে, আহত ব্যবসায়ী মাসিয়ার জমাদার নেতড়ার বাসিন্দা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমরান গায়েন নামে এক অভিযুক্ত।
ভোরের ভিড়ে ঠাসা ট্রেন। সকলেই কলকাতা ছুটছেন কাজের আশায়। এর মধ্যেই এই ভয়ঙ্কর ঘটনায় ট্রেনের মধ্যে হুলুস্থূল বেধে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পথমে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ওই ব্যবসায়িকে খুনের চেষ্টা হয়। বাধা দিলে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা মাসিয়ারের মাথা-গলা-ঘাড় লক্ষ্য করে কোপাতে শুরু করে। যাত্রীদের চেঁচামেচিতে বেগতিক বুঝে দেউলা স্টেশনে নেমে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
আরও পড়ুন- West Bengal Weather Update: শীতের আমেজের মধ্যেই নিম্নচাপের সম্ভাবনা, কেমন থাকবে আবহাওয়া?
গুরুতর আহত ওই ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয় ডায়মণ্ড হারবার হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয় কলকাতায়। আপাতত সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই ব্যবসায়ী। ঘটনার তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ সহ একটি দেশি পাইপগান।