যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন(Ukraine) থেকে মঙ্গলবার বাড়ি ফিরল ডায়মন্ড হারবারের(Diamond Harbor) বাসিন্দা, ডাক্তারি পড়ুয়া পিয়াস ঘোষ। পিয়াস ২০১৯ সালে ইউক্রেনের কিয়েভে(Kyiv) ডাক্তারি পড়তে যায়। করোনার সময় বাড়ি ফিরলেও আবার ২৫ জানুয়ারি পিয়াস ফিরে যায় ইউক্রেনে(Ukraine)।
জানা গেছে, ইউক্রেন জুড়ে পরিস্থিতি বদলাতে শুরু করে ২৪ ফেব্রুয়ারি থেকে। রুশ বায়ুসেনার(Russian Aircraft) একের পর এক আঘাতে ইউক্রেন(Ukraine) কার্যত যুদ্ধক্ষত্রে পরিণত হয়। আর এর মধ্যেই ইউক্রেনে আটকে পড়ে কয়েক হাজার ভারতীয় পড়ুয়া(Indian Students)। যদিও ভারত সরকারের(Indian Govt.) পক্ষ থেকে ইউক্রেনে আটক পড়ুয়াদের ফেরাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। তারপর একে একে ইউক্রেন থেকে দেশের মাটিতে ফিরেছে বহু ভারতীয় পড়ুয়া।
আরও পড়ুন- Ukraine India : অবশেষে ইউক্রেনের শহর সুমি থেকে শুরু উদ্ধারের কাজ, প্রাথমিক ভাবে উদ্ধার ৬৯৪ জন ভারতীয়
পিয়াসের বাবা পার্বতী ঘোষ জানান, ছেলে ইউক্রেনে আটকে পড়ার পর থেকেইতে তাঁরা খুব চিন্তায় ছিলেন। বারবার ফোনে যোগাযোগ করে পরিস্থিতি জানার চেষ্টা করতেন পিয়াসের বাবা-মা। অবশেষে পিয়াস হাঙ্গেরি সীমান্ত(Hungary Border) পার করে বুদাপেস্ট বিমানবন্দরে(Budapest Airport) পৌঁছানোর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা। ঘরের ছেলে ঘরে ফেরায় তাঁরা ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকারকে।