এক ডিওয়াইএফআই কর্মীকে মারধরের অভিযোগ বাঁকুড়ায়। পঞ্চায়েত ভোটের আগে এইধরনের ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। অভিযোগ, মঙ্গলবার রাতে বাঁকুড়ার জয়পুরে ওই বাম কর্মীর ওপর হামলা চালায় শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার আংগারিয়া বাজারে আক্রান্ত হন বাম যুবকর্মী আবদুল গনি ভাঙ্গি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বাম যুব সংগঠনের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আক্রান্ত বাম যুবকর্মীর অভিযোগ, বাজারের একটি দোকানে চা খাওয়ার সময় তাঁর ওপর হামলা হয়। তবে হামলার কারণ নিয়ে তিনি নিজেও ধোঁয়াশায় বলে জানিয়েছেন ওই বাম যুবকর্মী।
আরও পড়ুন- Bikash Bhattacharyya: চাকরি না খেতে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ফের আদালতে বিকাশ ভট্টাচার্য