৫ দফা দাবি মানতেই হবে। এই আর্জি নিয়ে রবিবার ফের মহামিছিল করলেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, দাবি না মেটা পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
রবিবার বিকেল ৪টে থেকে সেন্ট্রাল পার্ক থেকে মিছিল শুরু হয়। সন্ধে সাড়ে ৬টা নাগাদ মিছিল শেষ হয় স্বাস্থ্যভবনে। বৃষ্টি উপেক্ষা করেই ওই মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এর সঙ্গে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষও।
RG করের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি সহ মোট ৫ দফা দাবি পূরণে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সেখানে বারবার আলোচনার প্রস্তাব গেলেও লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেই আলোচনা ভেস্তে যায়। শনিবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আলোচনার জন্য ডাকা হলেও তা ভেস্তে গিয়েছে। তারপরে রবিবার ফের মহামিছিল করলেন জুনিয়র ডাক্তাররা।
এদিনের মিছিল শেষে বক্তব্য রাখেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা জানান, কোনও ভাবেই ৫ দফা দাবি থেকে সরছেন না তাঁরা। পাশাপাশি শনিবারের বৈঠক ভেস্তে যাওয়া নিয়েও জানিয়েছেন, কোনও শর্ত না রেখেই তাঁরা বৈঠকে হাজির হয়েছিলেন। কিন্তু সেই বৈঠক ভেস্তে যায়। এর জন্য রাজ্য সরকারের সদিচ্ছাকেই দায়ি করেছেন তাঁরা।
এদিনের মিছিলের শুরুতেই নয়া স্লোগান লেখা পোস্টার নিয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁরা লিখেছিলেন আরজি নয়, দাবি কর। মিছিলে ন্যায় বিচারেরও দাবি তোলা হয়েছিল।
শুধু জুনিয়র ডাক্তারদের মিছিল নয়, রবিবার যাদবপুরেও মিছিল করেন প্রাক্তন সমরকর্মীরা। এছাড়াও ক্যালকাটা গার্লস স্কুলের প্রাক্তনী এবং নার্সদের মিছিল হয় কলাকাতায়। অন্যদিকে সন্ধেবেলায় দোষীদের শাস্তির দাবিতে বেহালায় মিছিল করেন সাধারণ মানুষ।