নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য হাঁসখালিতে। ঘটনায় অভিযোগের তীর স্থানীয় ২ যুবকের বিরুদ্ধে। শুক্রবার নাবালিকার পরিবারের করা লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয় মূল অভিযুক্ত অভ্র বিশ্বাস। তবে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দাদাকে খুঁজতে বেরিয়েছিল ওই নাবালিকা। এরপর রাত ৯টা নাগাদ দাদা ফিরলেও বাড়ি আসেনি সে। রাতভর খোঁজাখুঁজির পরেও মেয়ে বাড়ি না ফেরায় থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। কিন্তু শুক্রবার ভোর ৪টে নাগাদ এক অচেনা নম্বর থেকে ফোন আসে। পরিবারকে জানানো হয়, বাড়ি ফিরছে মেয়ে। এরপর নিজেই বাড়ি ফেরে ওই নাবালিকা।
আরও পড়ুন- Dilip Ghosh: 'ভিখারি বানিয়েছে সকলকে', খাদ্যসাথী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ দিলীপ ঘোষের
নির্যাতিতার মামার কথায়, ভাগ্নীর পোশাকে রক্ত লেগেছিল। এরপর তার থেকে গোটা ঘটনা জানার পর শুক্রবার হাঁসখালি থানায় অভ্র এবং তার সঙ্গীর নামে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। শনিবার পুলিশ গ্রেফতার করে মূল অভিযুক্তকে। তবে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে হাঁসখালি থানা।