হোটেলে নিয়ে গিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দিঘায়। অভিযোগের তীর তৃণমূলের এক ছাত্রনেতার বিরুদ্ধে। এমনকি, ঘটনার কথা বাড়িতে জানালে ছাত্রীর আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়ানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁথির ওই ছাত্রনেতার বিরুদ্ধে। ইতিমধ্যেই শাসকদলের ওই ছাত্রনেতার বিরুদ্ধে কাঁথি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা।
ছাত্রীর পরিবারের অভিযোগ, মেয়েকে ভয় দেখিয়ে দিঘার হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরিবারের আরও অভিযোগ, লাগাতার হুমকির জেরে মানসিক বিধ্বস্ত ওই তরুণী কয়েকবার আত্মহত্যারও চেষ্টাও করেন। ইতিমধ্যেই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছে পরিবার। এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার জানান, তাঁরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।
আরও পড়ুন- Maharastra Road Accident: সিরডি যাওয়ার পথে দুর্ঘটনা, বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১০ যাত্রীর