পুজোর আগে চালিয়ে ব্যাট করছে বর্ষা। লাগাতার টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক এলাকায়। এবার টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরুলিয়া জেলার ঝালদা জেলার একটি দোতলা পরিত্যক্ত বাড়ি। জানা গিয়েছে বাড়িটি শিলাজিৎ মুখোপাধ্যায় নামের এক ব্যক্তির।
স্থানীয় সূত্রে খবর, বাড়িটি ভেঙে পড়ায় তাঁদের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আটটা পরিবার আটকে রয়েছে বলে খবর। । দোকান ও বাড়ির ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আর্জি জানিয়ে ঝালদা শহরে এমন বিপদজনক অবস্থায় যে সকল বাড়ি রয়েছে সেগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।