তিনি না জিতলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও(CM Mamata Banerjee) নবান্নে যেতে পারবেন না। হাওড়ার পাঁচলার তৃণমূল বিধায়ক(TMC MLA) গুলশন মল্লিকের এই মন্তব্যই এখন ভাইরাল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন(TMC MP Santanu Sen) জানান, এই মন্তব্য গুলশনের ব্যক্তিগত। তৃণমূলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সোমবারের এই ঘটনার জেরে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে পাঁচলার বর্ষীয়ান বিধায়ককে। তৃণমূল সূত্রে খবর, কোন যুক্তিতে তিনি এই মন্তব্য করেছেন, তা লিখিত দিতে বলা হয়েছে গুলশন মল্লিককে(TMC MLA Gulshan Mallick)।
সোমবার হাওড়ার পাঁচলার কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে গুলশন দাবি করেন, তিনি যদি আগামীতে জিততে না পারেন, তাহলে মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে(Nabanna) যেতে পারবেন না। ২০১১ সাল থেকে পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশন মল্লিক। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের হাওড়া(Howrah TMC) জেলার অন্যতম বর্ষীয়ান এই বিধায়ক মুখ্যমন্ত্রী সম্পর্কে হঠাৎ এমন কেন মন্তব্য করলেন, তাতে খানিকটা অবাক তৃণমূল নেতৃত্ব।
গুলশনের এই বক্তব্যকে সমর্থন করেন না বলে জানান রাজ্যের সমবায় মন্ত্রী তথা দলের হাওড়া জেলা সভাপতি অরূপ রায়(TMC MLA Arup Roy)। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজেই ভোটে জিতবেন গুলশন। তবে গুলশন মল্লিকও পাঁচলা এলাকায় উন্নয়নের কাজ করেছেন বলে জানান তৃণমূলের হাওড়া জেলা সভাপতি(Howrah District TMC)।
আরও পড়ুন- Gold Price Today: সপ্তাহের মাঝেই আরও সস্তা সোনা, দাম কমলো রূপোরও